সিনহার বইয়ের পেছনে কারা খুঁজে বের করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার আত্মজীবনী প্রকাশের পেছনে কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে শুক্রবার গণমাধ্যমকে অবহিত করতে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসস।

সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে জানি, কিন্তু আমি আপনাদের বলব না। বরং আমি আপনাদের কাছ থেকে চাই এ বই প্রকাশের পেছনে কারা রয়েছে তা আপনারা খুঁজে বের করবেন।’

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি সিনহার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল’, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক বইটি সম্প্রতি আলোচনায়। এতে সাবেক প্রধান বিচারপতি তার পদত্যাগের বিভিন্ন কারণ তুলে ধরেছেন। বইয়ের কপিরাইট ললিতমোহন ধনাবাতি মেমোরিয়াল ফাউন্ডেশনের নামে। আজ ওয়াশিংটনে বইটির প্রকাশনা উৎসবের কথা রয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘এ বইয়ের পাণ্ডুলিপি কতবার বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আনা হয় তা সাংবাদিকদের খুঁজে বের করতে হবে। বই প্রকাশনায় কারা অর্থ দিয়েছে এবং কোনো সংবাদপত্রের সাংবাদিক এর সঙ্গে জড়িত কিনা এবং কী পরিমাণ অর্থ দিয়েছে, তা অনুগ্রহ করে উন্মোচন করুন। কোনো বড় আইনজীবী বইয়ের পাণ্ডুলিপি সংশোধন করে দিয়েছেন কিনা অথবা কোনো সংবাদপত্র অথবা এর মালিক পৃষ্ঠপোষক কিনা, তা আপনারা খুঁজে বের করুন।’

যুক্তরাষ্ট্রে সিনহার ভাইয়ের নামে একটি বাড়ি কেনা সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে বাড়ি কেনা কঠিন কিছু নয়। বিপুল দামের কারণে বাংলাদেশে কেনা কঠিন। অর্থ জমা করলে যুক্তরাষ্ট্রে যে কোনো ব্যক্তি বাড়ি কিনতে পারেন। তবে কে এবং কীভাবে এই বাড়ি কিনেছে সে ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। আপনারা খুঁজে বের করুন এবং তথ্য দিন। যদি কোনো ব্যক্তি এ ব্যাপারে দোষী সাব্যস্ত হয় তা হলে ব্যবস্থা নেওয়া হবে।’

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ-বিন-মোমেন এতে সূচনা বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

আজকের বাজার/এমএইচ