সিরামিক খাতের দুই কোম্পানি নিয়ে তদন্ত কমিটি

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিক খাতের দুই কোম্পানি নিয়ে তদন্ত কমিটি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হলো মুন্নু সিরামিক ও স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড।

বিএসইসি সূত্র মতে, সাম্প্রতিক সময়ে কোম্পানি দুটি অস্বাভাকিভাবে দর বাড়াকে কেন্দ্র করে এ কমিটি করা হয়েছে। দুই সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির উপ-পরিচালক মুস্তারি জাহানকে।

অন্য সদস্য হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডেপুটি ম্যানেজার দেবাশিস রায়। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭