উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

বাংলাদেশের আর্থ-সামাজিক যে কোনো উন্নয়নে জাতিসংঘ পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠককালে এ প্রতিশ্রুতি দেন সফররত জাতিসংঘের শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থার মহাপরিচালক লি ইয়ং। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন লি ইয়ং। জাতিসংঘ বাংলাদেশের যে কোন উন্নয়নে পাশে থাকবেন বলে জানান তিনি।

এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান সহ সফররত প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশে শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিরবিভিন্ন বিষয় স্থান পায়।

এর আগে জাতিসংঘ মহাপরিচালক লি ইয়ং কে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাতিসংঘ অন্যতম অংশীদার। জাতিসংঘ বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা করে থাকে। ভবিষ্যতে এ সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে জানায় প্রতিনিধি দলটি।

আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭