সিরিয়ায় যাবে আন্তর্জাতিক রাসায়নিক পরিদর্শক দল

সিরিয়া ইস্যুতে পশ্চিমা দেশ গুলো শুরুতে থেকেই অভিযোগ করে আসছে যে সিরিয়ায় রাশিয়ার সহযোগিতায় বিদ্রোহীদের ‍ওপর রাসায়নিক হামলা চালানো হচ্ছে।তবে বারবার অস্বীকার করে আসছে রাশিয়া।এর প্রেক্ষিতে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পরিদর্শক দলকে সিরিয়ার দুমায় যাওয়ার অনুমতি দিয়েছে রাশিয়া।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত শনিবার থেকে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্সের’ ৯ সদস্যের একটি দল রাজধানী দামেস্কের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে।

পশ্চিমাদের অভিযোগ, সেখানে যেতে পরিদর্শকদের বাধা দেওয়া হচ্ছে। এছাড়া আগেই হামলাস্থলের আলামত নষ্ট করেছে রুশ বা তাদের সমর্থিত বাহিনী।

গত ৭ই এপ্রিল সিরিয়ার পূর্ব ঘৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দুমায় রাসায়নিক হামলার অভিযোগ ওঠে। এতে প্রায় ৭০ জন শ্বাসকষ্টে মারা যায়, আহত হয় আরো অনেকে। এদিকে সোমবার দুমায় রাসায়নিক হামলার বিষয়ে আলোচনা করতে সোমবার এক জরুরি বৈঠকে বসে ওপিসিডব্লিউ।

আজকের বাজার/আরজেড