সিলেট ও যশোরে ক্যাম্পাস করবে আইসিএমএবি

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) শাখা হচ্ছে সিলেট ও যশোর। সম্প্রতি প্রতিষ্ঠানটির কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আইসিএমএবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, যশোরের শাখাটি হবে যশোর কলেজে ও সিলেট শাখাটি হবে সিলেট এমসি কলেজে। আগামী জুলাই সেমিস্টার থেকে এ দুইটি শাখার কার্যক্রম চালু হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলাতে সিএমএ প্রফেশনের কার্যক্রম শুরু হবে। পরবর্তী শাখার তালিকায় আছে বরিশাল ও বগুড়া জেলা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আইসিএমএবির সভাপতি মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে বলেন, আমাদের এই প্রফেশনটিকে বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছি। সিএমএ পেশাটি সারা বাংলাদেশে ছড়াতে চাই। এরই অংশ হিসেবে এই দুইটি জেলায় শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। পর্যায়ক্রমে দেশের অন্য জেলাগুলোতেও শাখা খোলা হবে বলে জানান তিনি।

আরএম/