সুজনের বোলিং কোচ হওয়ার ব্যাপারে যা বলেন মাশরাফি

বুধবার রাতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টের পদত্যাগের ব্যাপারে। এরপরই বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বোলিং কোচের ব্যাপারে আগ্রহ দেখান। কোচ হিসেবে সুজন কেমন হতে পারে তাই জিজ্ঞেস করা হয় মাশরাফির কাছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘যেহেতু দলে নেই লম্বা সময় ধরে, তাই এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই তার। আমার কোনো ধারণা নেই জাতীয় দলের ব্যাপারে। এখন জাতীয় দলের ভেতরে কী চলছে তা জানা নেই। তাই আমার বাইরে থেকে মন্তব্য করার সুযোগ নেই। আর আমি তো তার সঙ্গে কাজও করিনি। তাই আমি জানি না আসলে।’

তবে এ ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও জাতীয় দলের বর্তমান টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাশরাফির পরে সংবাদ সম্মেলনে এসে তিনি সোজাসাপ্টা উত্তরে বলেন, ‘এটা পুরোপুরি বোর্ডের ব্যাপার। তারাই সিদ্ধান্ত নেবে।

আজকের বাজার/আরিফ