ক্লাসিকো আগুন ঝরানো মুহূর্ত গোলশূন্য শেষ

অসংখ্য সুযোগ নষ্ট, দুই দলের খেলোয়ারদের অগোছালো খেলা সব মিলে আগুন ঝরানো ক্লাসিকো সমতায় শেষ হয়েছে। লা লিগায় বুধবার রাতে রিয়াল-বার্সার লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্লাব রেকর্ড টানা সাত ম্যাচ ধরে অপরাজিত রইলো বার্সেলোনা। পেপ গার্দিওলার দলের রেকর্ড স্পর্শ করল আর্নেস্তো ভালভার্দের দল।

ন্যু ক্যাম্পে লক্ষ্যে প্রথম শট নেয় রিয়াল। করিম বেনজেমার দুর্বল শট সহজেই নিয়ন্ত্রণে নেন মার্ক-আন্দ্রে টার স্টেগান।

একের পর এক আক্রমণে বার্সেলোনাকে কাঁপিয়ে দেয় জিদানের শিষ্যরা। সপ্তদশ মিনিটে এগিয়েও যেতে পারতো তারা। কর্নার থেকে ক্যাসেমিরোর হেড গোললাইন থেকে ফিরিয়ে স্বাগতিকদের ত্রাতা জেরার্ড পিকে।

২৫তম মিনিটে বেনজেমার শট পা দিয়ে ঠেকিয়ে দেন টার স্টেগান। পরমুহূর্তে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ক্যাসেমিরোর দূরপাল্লার শট।

দশ মিনিট পর মেসি জাদুতে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায় বার্সেলোনা। অধিনায়কের দুর্দান্ত চিপে জর্দি আলবার শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

৬০তম মিনিটে খেলার ধারার বিপরীতে সুযোগ পেয়ে যান মেসি। অ্যাঁতোয়ান গ্রিজমানের চমৎকার পাসটা নিয়ন্ত্রণেই নিতে পারেননি তিনি। পরমুহূর্তে লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন রামোস। আট মিনিট পর প্রতি-আক্রমণ থেকে দারুণ সুযোগ আসে গ্যারেথ বেলের সামনে। খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ওয়েলস ফরোয়ার্ড। চার মিনিট পর ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া।

৭২তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন বেল। ভিএআরের সহায়তা নিয়ে গোল দেননি রেফারি। দুই মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে অনেক ওপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ।

শেষের দিকে আনসু ফাতি মাঠে আসার পর গতি বাড়ে বার্সেলোনার আক্রমণে। কিন্তু জালের দেখা পায়নি ভালভার্দের শিষ্যরা। শেষের দিকে রক্ষণাত্মক হয়ে পড়া রিয়াল প্রতি-আক্রমণ থেকেও পায়নি কোনো সাফল্য।

১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে স্পেনের সফলতম দল রিয়াল।

আজকের বাজার/আরিফ