সুন্দরবনে র‌্যাবের হাতে ২ বনদস্যু আটক

বাগেরহাটে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে অভিযান চালিয়ে বনদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ১৭ আগস্ট সকাল ৮টার দিকে র‌্যাব সদস্যরা এ অভিযান চালান। এসময় ১টি বিদেশি দোনালা বন্দুক, ১টি দেশি পাইপগান, ১টি ওয়ান শুটার গান, ১টি দা ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, মংলা উপজেলার সোনাইল তলা এলাকার মৃত তোফা শেখের ছেলে সুমন বাহীনির উপ-অধিনায়ক আবুল হোসেন ওফরে আবু ঢালি  ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাদনীমুখি এলাকার আবুল মান্নানের ছেলে মিঠু গাজী ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উজ জামান বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনের খুদে বার্তায় সাংবাদিকদের এ সব তথ্য জানান।

প্রেস রিলিজের মাধ্যমে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান আনোয়ার উজ জামান।

এর আগে সকাল ৯টার দিকে মোবাইল ফোনের খুদে বার্তায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উজ জামান সাংবাদিকদের জানান, বাগেরহাটে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে র‌্যাবের সঙ্গে জলদস্যুদের গোলাগুলি চলে।

আজকের বাজার: আরআর/ ১৭ আগস্ট ২০১৭