সু চির বাড়িতে পেট্রল বোমা

মিয়ানমারের নেত্রী অং সান সু চির ইয়াঙ্গুনের লেকপাড়ের বাসভবনে একটি পেট্রল বোমা নিপে করা হয়েছে ।
বৃহস্পতিবার মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতাই আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে বলেন, কী কারণে সু চির বাড়িতে বোমা নিপে করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না তিনি।
এ বোমা হামলায় সামান্য কিছু য়তি হয়েছে বলে জানা গেছে। এ সময় সু চি বাড়িটিতে ছিলেন না।
সামরিক জান্তার আমলে এই বাড়িটিতেই সু চিকে দীর্ঘদিন ধরে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার হামলার সময় তিনি রাজধানী নে পি দোতে ছিলেন বলে জানা গেছে। তার দল এনএলডি-র মতায় আসার বর্ষপূর্তি উপলে পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা আছে তার।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর চালানো সামরিক বাহিনীর দমন-পীড়নের বিষয়ে কোনো পদপে নিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত অভিযোগের মুখে পড়েছেন সু চি। তার বাড়িতে চালানো এ বোমা হামলাকে অনেকটা প্রতীকি হামলা বলে মনে করছেন পর্যবেকরা।
দেশটির রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর চালানো নৃশংস অভিযানে শত শত রোহিঙ্গা নিহত হওয়ার পর প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
বাংলাদেশের শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ তাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো বর্বর নির্যাতনের স্বাখ্য দিয়েছে।

সূত্র: ডন

আজকের বাজার: ওএফ/ ১ ফেব্রুয়ারি ২০১৮