সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। লেনদেনের এক ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৭ কোটি টাকা ৪১ লাখ টাকা।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২৪২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৩২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭ টির দর কমেছে ১১৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৬১ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৫ কোটি ৭১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৩ পয়েন্টে। লেনদেন হওয়া ১৫১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৩৫ টির দর বাড়ে ৯৪ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২২ টির দর।

 

আজকের বাজার/মিথিলা