সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, দর কমেছে ২৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০১ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা।

অরপদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৭৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩টির, দর কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৬১ হাজার টাকা।