সূচকে ঊর্ধগতি কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের ঊত্থানে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।  দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে উর্ধমূখী প্রবনতা নিয়েই লেনদেন শেষ হলেও সিএসইসে সূচকের নিম্নমূখী প্রবনতা দেখা যায়। দিনশেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমান কমেছে। আজ মোট লেনদেন হয়েছে ৪৬৩ কোটি টাকা ৮৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩ পয়েন্ট বেশি অবস্থান করে ৫ হাজার ১৭২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির দর কমেছে ১৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৯৩ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১১২ টির দর বাড়ে ১২৬ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২১ টির দর।

 

আজকের বাজার/মিথিলা