সূচকে পতন লেনদেন সামান্য বেড়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিনের শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যায়। আজ গেলদিনের চেয়ে লেদেন কিছুটা বাড়লেও সূচকে দেখা গেছে নিম্নমুখী প্রবনতা।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৩৬ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২০৯ টির, বেড়েছে ১০৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৩৪৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২২ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪০ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১২৭ টির,দর বাড়ে মাত্র ৮০ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৬ টির দর।

 

আজকের বাজার/মিথিলা