সূচক পতনে লেনদেন

সপ্তাহের শেষ কার্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টার সময়ে ডিএসইতে ১৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৫০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।