সূচক বৃদ্ধির মধ্য দিয়ে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা পঞ্চম দিন ২২ জুন বৃহস্পতিবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৯৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

আজকের বাজার:এএন/এলকে/ ২২ জুন ২০১৭