সেভিয়ার মাঠে হোঁচট খেল বার্সেলোনা

লা লিগায় ২০১১ সালের পর প্রথম বার্সা-সেভিয়া ম্যাচ গোলশূন্য ড্র।
লকডাউন শেষে লা লিগায় ফিরেই সহজ দুই ম্যাচে জেতা বার্সেলোনা হোঁচট খেল সেভিয়ার মাঠে। লিগে টানা ১৬ ম্যাচ পরে এই ক্লাবের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছে বার্সা। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য স্কোরলাইন নিয়েই।

লা লিগায় ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে বার্সেলোনা। তবে রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলেই সেই জায়গা নেবে রিয়াল মাদ্রিদ। শুক্রবারের ম্যাচে সুযোগ বেশি তৈরি করেছে স্বাগতিক সেভিয়াই। দ্বিতীয়ার্ধে অন্তত দুবার গোল হজমের হাত থেকে দলকে বাঁচিয়েছেন বার্সেলোনা গোলরক্ষক।

ম্যাচের শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে শেষ দিকে পাওয়া দারুন সুযোগও কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ। ২০১১ সালের পর লিগে প্রথম গোলশূন্য ড্র হলো এই দুই দলের ম্যাচ।