সেরা বোর্ড সিলেট

২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে সেরা হয়েছে সিলেট শিক্ষা বোর্ড। ৭২ শতাংশ পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে বোর্ডটি।

২৩ জুলাই রোববার সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বছরের এইচএসসির ফলাফলের অনুলিপি তুলে দেন।

বোর্ডটি থেকে এ বছর মোট ৬৫ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৫ হাজার জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪৯৬ জন। মোট ৪৬ হাজার ৭৯৭ জন উত্তীর্ণ হয়ে বোর্ডের পাশের হার ৭২ শতাংশ।

ফলাফলের শীর্ষে থাকা বোর্ডটির মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩০ হাজার ১৫১ জন, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৯ হাজার ৮৭৮ জন, অনুপস্থিত ছিল ২৭৩ জন। ২১ হাজার ৩০ জন উত্তীর্ণ শিক্ষার্থী নিয়ে ছাত্রদের পাশের হার ৭০ দশমিক ৩৯ শতাংশ।

মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩৫ হাজার ৩৪৫ জন, অংশ নিয়েছে ৩৫ হাজার ১২২ জন, অনুপস্থিত ছিল ২২৩ জন। ২৫ হাজার ৭৬৭ জন উত্তীর্ণ শিক্ষার্থী নিয়ে ছাত্রীদের পাশের হার ৭৩ দশমিক ৩৬।

অন্যান্য সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকায় পাশের হার ৬৯ দশমিক ৭৪, কুমিল্লায় ৪৯ দশমিক ৫২, যশোরে ৭০ দশমিক শূন্য ২, চট্টগ্রামে ৬১ দশমিক শূন্য ৯, বরিশালে ৭০ দশমিক ২৮, রাজশাহীতে ৭১ দশমিক ৩০ এবং দিনাজপুরে ৬৫ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়াও মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডে পাশের হার যথাক্রমে ৭৭ দশমিক ০২ এবং ৮১ দশমিক ৩৩ শতাংশ।

৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার পাসের গড় ৬৬ দশমিক ৮৪ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন। মাদরাসা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন ও কারিগরি শিক্ষাবোর্ডে ২ হাজার ৬৬৯ জন।

প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন।

আজকের বাজার: এলকে/এলকে ২৩ জুলাই ২০১৭