কমেছে স্বর্ণের দর

দেড় মাস পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দর। ভরিতে সর্বোচ্চ মানের সোনার দর কমানো হয়েছে প্রায় এক হাজার ৩০০ টাকা। সোমবার, ১৯ মার্চ থেকে নতুন এ দর কার্যকর হবে।

রোববার, ১৮ মার্চ বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমায় দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম কমানো হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

এর আগে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে চলতি বছরের ২৫ জানুয়ারিতে। দেড়মাস পর আবারও কমলো এর দাম। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। আর নতুন দর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ২৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার ৯৭২ টাকায়। আজ রোববার পর্যন্ত দাম রয়েছে ৫২ হাজার ২৫৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৬৯৮ টাকা। বর্তমান দাম রয়েছে ৪৯ হাজার ৯২২ টাকা। সে হিসেবে ২২ ক্যারেটের স্বর্ণে ভরিতে কমেছে এক হাজার ২২৪ টাকা।

এদিকে ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৩০ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৪৩ টাকা। আজ রোববার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪৪ হাজার ৬৭৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৪১০ টাকার পরিবর্তে বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়। অর্থাৎ ভরিতে কমেছে ৯৯১ টাকা।

আরএম/