সোলার পণ্য আমদানিতে শুল্ক ১০ শতাংশ

দেশীয় উৎপাদনকারীদের উৎসাহ দিতে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সব ধরণের সোলার পণ্য আমদানির উপর ৫ শতাংশ থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, সৌর বিদ্যুতের ব্যবহার বাংলাদেশে বেশি পুরাতন নয়। কিছু দিন পূর্বেও সৌর বিদ্যুতের সকল যন্ত্রপাতি আমদানি করা হতো। সে কারণে সকল যন্ত্রপাতির উপর শুণ্য শুল্কহার ছিল। কিন্তু বর্তমানে ফটোভোলটেইক সেল ব্যবহার করে সোলার মডিউল বা প্যানেল দেশেই প্রস্তুত করা হচ্ছে। তাই দেশীয় উৎপাদনকারীদের উৎসাহ দিতে বাজেটে সোলার মডিউল বা প্যানেলের শুল্ক হার ৫ থেকে ১০ শতাংশে বৃদ্ধির প্রস্তাব করছি।

প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭