সোহেলের ওপর হামলাকারীদের বিচারের দাবি

সরকারী চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (২৭ মে)  দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সদস্যরা এ দাবি জানায়।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ১৬ মে আমাকে ও নূরুল হককে হত্যার হুমকি দেয়। এরপর শাহবাগ থানায় জিডি করতে গেলে আমাদের জিডি নেওয়া হয়নি। তখন যদি আমাদের জিডি নিয়ে আন্দোলনে নেতৃত্বদানকারীদের নিরাপত্তা দেওয়া হতো, তাহলে সুহেলের ওপর সন্ত্রাসীরা হামলার সাহস পেত না।

সুহেলকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে দাবি করে রাশেদ বলেন, হামলাকারীদের পরিচয় পাওয়া গেলেও পুলিশ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে তাঁরা আবারও আন্দোলনে নামবেন বলে জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এ পি এম সোহেলের ওপর গত ২৩ মে বিকেলে বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে থাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে হামলা করা হয়। সেখান থেকে তাঁকে আহত অবস্থায় প্রথমে ধূপখোলার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সোহেল এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

আজকের বাজার/ এমএইচ