সৌদি আরবের ৬৯% বিক্রয়কর্মীই প্রবাসী

সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি করতে বিভিন্ন খাতে প্রবাসীদের নিয়োগের হার সীমাবদ্ধ করেছে দেশটির প্রশাসন। তবে বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে তেমন কোনো প্রতিবন্ধকতা না থাকায় এখনও দেশটির মোট বিক্রয়কর্মীর ৬৮ দশমিক ৫ শতাংশই প্রবাসী বলে জানা গেছে।

শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০১৬ সালের তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির বড় বড় মার্কেট, প্রতিষ্ঠান এবং অন্যান্য দোকানগুলোর বিক্রয়কর্মী হিসেবে মোট ৫ লাখ ২১ হাজার ৬০৯ জন প্রবাসী কাজ করছেন। তার বিপরীতে ২ লাখ ৩৯ হাজার ৯৫২ জন সৌদি নাগরিক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে গত বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত উক্ত মন্ত্রণালয় কর্তৃক এ খাত (বিক্রয় কর্মী) সম্পর্কিত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। যার মধ্যে সমগ্র মোবাইল ফোন ও এ সংক্রান্ত বিক্রয় ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সৌদি নাগরিক নিয়োগ দেওয়া; নারীদের পোশাক, অন্তর্বাস এবং তাদের নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতে সে দেশটির নারীদের অন্তর্ভুক্তির ব্যাপারটি জোরদার করা ইত্যাদি।

প্রসঙ্গত, বর্তমানে সৌদি আরবের প্রায় ৪৮টি বিভাগে প্রায় ২০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে।

আজকের বাজার: এলকে/এলকে ৪ জুলাই ২০১৭