স্ত্রী হত্যা মামলার দায়ে স্বামীর ফাঁসি

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজউদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

আসামি মো. আক্তার হোসেন কমলনগরের চর লরেন্স এলাকার বেচু ব্যাপারীর ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাসার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, চর লরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সঙ্গে একই এলাকার আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার হোসেন যৌতুকের দাবিতে সাজুকে বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছিলো।

২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে সাজুকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করেন স্বামী আক্তার। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা কমলনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালত আটজনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

আজকের বাজার/এমএইচ