স্নায়ুযুদ্ধের মানসিকতা ছাড়তে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

সম্প্রতি যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্রে বৈচিত্র্য আনার ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে বিশ্বের কয়েকটি দেশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গতকাল রোববার ৪ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে  স্নায়ুযুদ্ধের মানসিকতা’ ছাড়ার আহ্বান জানিয়ে চীনের প্রতিরক্ষা  মন্ত্রণালয় বলেছে, ‘বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারের মালিকানাধীন দেশটির বর্তমান প্রবণতা (নিরস্ত্রীকরণ) অনুসরণ করে চলা উচিত। কোনোভাবেই এর বিরুদ্ধে যাওয়া উচিত নয়।’

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়াও।  ইরান দাবি করেছে, এই পরিকল্পনার বাস্তবায়ন হলে তা বিশ্বকে ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে যাবে।

পারমাণবিক অস্ত্র পুরোনো হয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন রয়েছে ওয়াশিংটন। এসব অস্ত্র আর কার্যকর নয় বলে তারা মনে করে। দেশটি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানকে সম্ভাব্য হুমকি বলে মনে করে।

গত শুক্রবার পেন্টাগন পরমাণু অস্ত্র নিয়ে একটি পর্যালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করে। এত ছোট পরমাণু অস্ত্রের বিস্তার ঘটানোর প্রস্তাব দেয়া হয়।

আজকের বাজার:এসএস/৫ফেব্রুয়ারি ২০১৮