স্পিকারের সাথে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সাথে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা আসন্ন ১০ম এশিয়া-ইউরোপিয় পার্লামেন্টারী পার্টনারশীপ মিটিং (এএসইপি-১০) এ বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেন।

এ সময়ে শিরীন শারমিন বলেন, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া-ইউরোপিয় পার্লামেন্টারী পার্টনারশীপ মিটিং বাংলাদেশ যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল মিটিং এ যোগ দিবে মর্মে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত এশিয়া- ইউরোপিয় পার্লামেন্টারী পার্টনারশীপ মিটিং এর প্রস্তুতি স্পিকারকে অবগত করেন। মিটিং এ স্পিকারের যোগদানের বিষয়টি অবগত হয়ে তিনি স্পিকারকে ধন্যবাদ জানান। তথ্যসূত্র-বাসস।

আজকের বাজার/এমএইচ