স্বর্ণের খনিতে আটক ৯৫৫ শ্রমিক উদ্ধার

স্বর্ণের খনিতে আটকে থাকা ৯৫৫ জন শ্রমিক উদ্ধার হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গত বুধবার রাত থেকে দক্ষিণ আফ্রিকার বিয়েত্রিক্স খনিতে আটকে ছিলেন ওই শ্রমিকেরা।

খনিটির মালিকানা প্রতিষ্ঠান সিবেনি স্টিলওয়াটার মাইনিং ফার্মের মুখপাত্র জেমস ওয়েলস্টেড বলেছেন, সবাইকে বের করে আনা হয়েছে। তাদের পানিশূন্যতা ও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিয়েছে। তবে গুরুতর কোনো সমস্যা নেই। সূত্র বিবিসি।

খনির কাছেই একটি ইলেকট্রিক খুঁটিতে ঝড় আঘাত হানাতে খনিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার সকালে পুনরায় খনির লিফটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এরপর খনি শ্রমিকদের বের করে আনা হয়।

বিয়েত্রিক্স খনিটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানসবার্গ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওয়েলকোম শহরে অবস্থিত। খনিটির ২৩টি স্তর রয়েছে। প্রায় ১০০০ মিটার বা ৩ হাজার ২৮০ফুট গভীর।

মাইন শ্রমিক মাইক কনটো বলেন, এটা খুবই চাপের ছিল। আমাদের ব্যবস্থাপনাকে ধন্যবাদ তারা আমাদের খাবার ও পানি দিয়েছেন।

শ্রমিকদের উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষার আগে তাদের গোসল ও খাবার সরবরাহ করতে নেওয়া হয়েছে।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাইন দূর্ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছিল। স্বর্ণ উৎপাদনে প্রধান দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই শিল্পের নিরাপত্তা প্রায়ই প্রশ্নের সম্মুখীন হয়।