স্বর্ণে ঝোঁক,বেড়েছে তেলের দর

কাতারের সঙ্গে ৭ দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ব্রিটেনে সন্ত্রাসী হামলা ইস্যুতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে আপাতত মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। তারা এখন নিরাপদ বিনিয়োগ বলে খ্যাত স্বর্ণ খাতে বিনিয়োগে ঝুঁকছে। খবর রয়টার্সের।

এদিকে, উত্তেজনাকে কেন্দ্র করে তেলের দর বাড়িয়ে দিয়েছে এর উদ্যোক্তারা। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর ব্যারেলে ২ ডলার বেড়ে ৫০ ডলারের একটু নিচে লেনদেন হয়।

কাতারের বিরুদ্ধে চরমপন্থীদের মদদের অভিযোগ তুলে গত পরশু দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ও ইয়েমেন।

এরফলে কাতারের সব খাতেই অন্ধকার নেমে আসতে শুরু করে। দেশটির সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ব্যবসাও ধরা খাওয়ার আশঙ্কা তৈরি হয়।একদিনেই ৮ বছর পেছনে চলে যায় কাতারের পুঁজিবাজার। এদিন দেশটির পুঁজিবাজারে সব সূচক ছিল নিম্নমুখী।

কাতার সংকটে একই প্রভাব পড়তে দেখা যাচ্ছে মার্কিন, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন পুঁজিবাজারে। যুক্তরাষ্ট্র ও এশিয়ায় বিনিয়োগকারীরা রাজনৈতিক এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

আজকের বাজার : এলকে /এলকে ৬ জুন ২০১৭