স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক মিলন না হওয়ায় বিয়ে বাতিল

মহারাষ্ট্রের কোলাপুরের এক দম্পতির ৯ বছর আগে বিয়ে হয়। তবে এই সময়ের মধ্যে তাদের শারীরিক সম্পর্কের কোনও প্রমাণ মেলেনি। আর এই যুক্তিতে বিয়ে খারিজ করে দেন মুম্বাই হাইকোর্ট। এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। ঘটনাটি ভারতের।

বিচারপতি মৃদুলা ভাটকর তার রায়ে বলেন, যেকোনো বিয়ের একটি প্রধান উপাদান হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক। আর সেটা যদি অনুপস্থিত থাকে তাহলে বিয়ের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নিয়মিত যদি না-ও হয়, অন্তত একবারের জন্যও স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক মিলন জরুরি।

বিয়ের পর স্ত্রী আদালতে অভিযোগ করেন, তাকে ধোঁকা দিয়ে ওই বিয়েতে রাজি করানো হয়েছে। তিনি বিয়ের সম্পর্ক রাখতে না চাইলে তার স্বামী তাতে রাজি হননি।

মামলার শুনানিতে স্বামী অবশ্য দাবি করেছিলেন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। এমনকি তার ফলে তার স্ত্রী নাকি একবার সন্তানসম্ভবাও হয়ে পড়েছিলেন। কিন্তু এ বিষয়ে মেডিকেল কোনো রিপোর্ট দেখাতে পারেননি তিনি।