স্যালভো কেমিক্যাল উৎপাদন করবে ‘লিকুইড গ্লুকোজ’

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ‘লিকুইড গ্লুকোজ’ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি বর্ধিত প্রকল্প “জিংক সালফাত প্লান্ট” পুনর্গঠন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি জিংক সালফাত উৎপাদনের পরিকল্পনা পরিবর্তন করেছে। কারণ এই প্রকল্পটি ব্যয়বহুল ও কোম্পানি ট্রায়াল প্রডাকশনে সফল হয়নি।

স্যালভো কেমিক্যাল লিকুইড গ্লুকোজ উৎপাদনের জন্য বিদ্যমান জিংক সালফাত প্রকল্পটি শিফট করবে এবং নতুন যন্ত্রপাতি সংযোগ ও স্থাপন করবে।

কোম্পানির ম্যানেজমেন্ট আশা করছে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে প্রত্যাশিত প্রকল্পটি সম্পন্ন হবে। আর এই প্রকল্পে প্রতিদিন ২৮ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা হবে।

উল্লেখ্য, ‘লিকুইড গ্লুকোজ’ খাদ্য ও ওষুধ ইন্ডাস্ট্রিজের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

আরএম/