হলি আর্টিজেন মামলার চার্জশিট সাত দিনের মধ্যে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলা ঘটনার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী সাতদিনের মধ্যে পুলিশ চার্জশিট দেবে।’

রোববার (০১ জুলাই) সকালে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় সেখানে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। পরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নিহতদের স্বজনরা।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী জঙ্গি হামলা হচ্ছে। কয়েকদিন আগেও আমেরিকায় হামলা হয়েছে। তার মানে এই নয় যে, হলি আর্টিজানে জঙ্গি হামলার কারণে আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে গেছে। আমরা জঙ্গিবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছি। এগুলো চলতে থাকবে। আমাদের দেশে জঙ্গিদের কোনও স্থান নেই।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখন বেশি নিরাপদ। যেখানেই জঙ্গিদের এ ধরনের হামলার প্রবণতা আছে, সেখানেই তাদের আস্তানায় হামলা করা হচ্ছে। যেকারণে আজকে এই শক্তিটি বলবো না পুরোপুরি নির্মূল হয়েছে, বলবো দুর্বল হয়ে গেছে। তাদের নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, তারা নিষ্ক্রিয় হয়েছে এটা বলার কোনো উপায় নেই।

আজকের বাজার/এমএইচ