হাইকোর্টে জামিন পায়নি বাবুল চিশতী

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা এক মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী) জামিন দেয়নি হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে এ রায় দেন।

আদালত সূত্র জানায়, গেল বছর ৮ আগস্ট ভ্রমণ ভাতা বাবদ প্রায় সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলাটি করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের প্রচলিত বিধি উপেক্ষা করে ব্যবসায়িক বৈঠকের নামে ২০১৭ সালের ১৯-২৮ আগস্ট পর্যন্ত লন্ডন ও আরব আমিরাত ভ্রমণ করেন চিশতী। ওই সফরের ভ্রমণ ভাতা বাবদ ব্যাংকের ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন তিনি।

এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত বছর ৪ নভেম্বর জামিন আবেদন নামঞ্জুর করলে বাবুল চিশতীর পক্ষে ১৮ নভেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন। ১৯ নভেম্বর হাইকোর্ট তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি করে বুধবার তা খারিজ করে দেয়া হয়।

আজকের বাজার/এমএইচ