হাজার হাজার মানুষের ভিড়ে কমলাপুর রেলস্টেশন

হাজার হাজার মানুষের প্রতীক্ষা ট্রেনের টিকেটের জন্য সাথে আছে একটি সুন্দর সুখের উদ্দেশ্য স্বজনদের সান্নিধ্যে ঈদ উদযাপন।

কমলাপুর রেলস্টেশনে পঞ্চম দিনের মতো ২৬টি কাউন্টারে একযোগে চলছে ঈদের ১৪ জুনের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি।

সোমবার (৪ জুন) সন্ধ্যা থেকেই হাজার হাজার মানুষের ভিড়ে ভন ভন করছে কমলাপুর রেলস্টেশন

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ধারিত আসনের চেয়ে আজ কয়েকগুণ বেশি যাত্রী আছে সাথে রয়েছে অব্যবস্থাপনা আর দালালের দৌরাত্মের অভিযোগও।

স্টেশন কর্তৃপক্ষ আরও জানিয়েছেন। গত দশ বছরে টিকেটের জন্য এত ভিড় কখনো হয়নি।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকেট পেয়ে আনন্দ প্রকাশ করেন যাত্রীরা। এসময় স্টেশন কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ করেছেন অনেকে।

এদিকে, সবাই যখন ১০ থেকে ১২ ঘণ্টা দাঁড়িয়ে টিকেট পাওয়া না পাওয়ার শঙ্কায় তখন পোশাকধারী পুলিশদের অনৈতিকভাবে টিকেট সংগ্রহ করতে দেখা যায়। এসময় ক্ষুদ্ধ হয়ে ওঠেন আশেপাশের টিকেট প্রত্যাশীরা।

একজন টিকেট প্রত্যাশী জানান, ‘২৬ ঘণ্টা দাঁড়িয়ে টিকেট পেয়েছি। আসলেই আনন্দ লাগছে।’

স্টেশন ম্যানেজার সীতাংশ চক্রবর্তী বলেন, ‘যারা পাবে না, তারা কালকে যাবে। একদিন পরের টিকেট কাটবে। অথবা অন্য ট্রেনে করে যাবে । এভাবেই যেতে হবে। কারণ আমরা তো সবাইকে খুশি করতে পারবো না। আর আজকে যে ভিড় দেখা যাচ্ছে তিনগুণ টিকেট দিলেও করা সম্ভব না।’

আজকের বাজার/আরআইএস