হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাংবাদিকদের

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা।

‘আমরা সংবাদকর্মী’ ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বিভিন্ন গণমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদকর্মী মানববন্ধন করে এ দাবি জানান।

সাংবাদিক নেতারা বলেন, আমরা সংবাদ সংগ্রহের জন্য নিরাপদ পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত রবিবার নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি তুলতে গিয়ে রাজধানীর জিগাতলা ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় হামলার শিকার হন অন্তত সাতজন ফটোসাংবাদিক।

হামলায় আহত হন আন্তর্জাতিক বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) এএম আহাদ, দৈনিক জনকণ্ঠের জাওয়াদ, বণিক বার্তার পলাশ, যুক্তরাষ্ট্র ভিত্তিক জুমা প্রেসের রিমন, দৈনিক নয়াদিগন্তের শরীফ, ফ্রিল্যান্সার রাহাত এবং পাঠশালা দক্ষিণ এশীয় মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি শিক্ষার্থী এনামুল হাসান।

আজকের বাজার/এমএইচ