হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই চলবে: ঐশী ঘোষ

পুলিশকে আগাম জানানো সত্ত্বেও ক্যাম্পাসে হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নেওয়া হয়নি। এইমস থেকে ছাড়া পেয়ে সাংবাদিক সম্মেলনে জানালেন জেএনইউয়ের সভানেত্রী ঐশী ঘোষ। তাঁর সাফ কথা, পরিকল্পনা করেই হামলা করা হয়েছে। এই মার খাওয়ার পরও হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই চলবে।

ঐশী বলেন, দুপুর থেকেই ক্যাম্পাসে জমা হতে থাকে বহিরাগতরা। কয়েকজন ছাত্রকে তাড়া করে মারধরও করা হয়। বিষয়টি থানার এসএইচওকে জানানো হয়। আমার নিজের ফোন থেকে কিছু ছবিও পাঠানো হয় পুলিশকে। বলা হয় কিছু লোক লাঠি. রড নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরে পুলিশ জানায় বহিরাগতদের হঠিয়ে দেওয়া হয়েছে।

জেএনইউ ছাত্রসংসদের সভানেত্রী আরও বলেন, এদিন শিক্ষকদের বৈঠকে হামলা করা হয়। গোলমাল দেখে আমি হোস্টেলের দিকে যাচ্ছিলাম। রাস্তায় একটি চায়ের দোকানের কাছে আমার ওপরে হামলা করা হয়। আমার সঙ্গে ছিল আমার বোন ও অন্য একজন। ওখানে আমাকে নির্মমভাবে পেটানো হয়। হামলাকারীরা বলতে থাকে এখানেই ওদের মেরে ফেল। পরে তারা আমাদের ফেলে চলে যায়। সরকার ক্যাম্পাসে লোক ঢুকিয়ে দিচ্ছে। ইচ্ছেকৃতভাবে খুনের চেষ্টা হয়েছে। কী করতে চাইছে সরকার!

আজকের বাজার/লুৎফর রহমান