১০ প্রতিষ্ঠানের এজিএম আজ

আজ ২২ ডিসেম্বর শনিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেড, রেনউইক জগ্গেস্বর এন্ড কোং (বিডি) লিমিটেড, লিবরা ইনফিউশনস লিমিটেড, এটলাস বাংলাদেশ লিমিটেড।

এদের মধ্যে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের টিসিবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের এজিএম আজ বেলা ১২ টা ৩০ মিনিটে গাজিপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

শাইনপুকুর সিরামিকস লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১১ টায় গাজিপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে । ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ সুপারিশ করে নি।

বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের এজিএম আজ বেলা ১ টা ৩০ মিনিটে গাজিপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ সুপারিশ করে নি।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ডিওএইচএস এর ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

রংপুর ফাউন্ড্রি লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেডের ইজিএম আজ সকাল সাড়ে ১০ টায় এবং এজিএম সকাল সাড়ে ১০ টায় গাজিপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

রেনউইক লিমিটেডের এজিএম আজ সকাল ১০ টায় কুষ্টিয়ায় মিল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

লিবরা ইনফিউশনস লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর মিরপুরের রুপনগরে ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

এটলাস বাংলাদেশ লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় গাজিপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

 

 

আজকের বাজার /মিথিলা