১৫ মাস পর ফের আংশিকভাবে সীমান্ত খুলে দিয়েছে আলজেরিয়া

আলজেরিয়া মঙ্গলবার তাদের সীমান্ত আংশিকভাবে খুলে দিয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে এক বছরেরও বেশি সময়ধরে বন্ধ রাখার পর তারা সীমাš Íখুলে দিল। এদিকে আলজিয়ার্স ও প্যারিসের মধ্যে ফের ফ্লাইট চাল ুকরা হয়েছে। খবর এএফপি’র।
২০২০ সালের ১৭ মার্চ থেকে স্থল ও জল সীমান্ত এবং বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয়ায় বিদেশে থাকা আলজেরিয়ার লাখ লাখ নাগরিক আটকে পড়ে।
গত সপ্তাহে সরকার ঘোষণা দিয়েছে যে ১ জুন থেকে তারা ধীরে ধীরে ফ্রান্স, স্পেন, তিউনিশিয়া ও তুরস্কের ফ্লাইট চালুর অনুমতি দেয়া শুরু করবে। তবে এক্ষেত্রে ভ্রমণকারীদের সরকার নির্ধারিত বিভিন্ন হোটেলে ৫ দিনের কোয়ারেন্টিনে থাকার শর্ত দেয়া হয়েছে। হোটেলের যাবতীয় খরচ অবশ্যই ভ্রমণকারীদে নিজেদের বহন করতে হবে।
প্রবাসী আলজেরীয়, বিশেষ করে ফ্রান্সে থাকা প্রবাসদের অসন্তোষের কথা বিবেচনা করে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।
মঙ্গলবার প্রায় ৩শ’ যাত্রীবহন করা এয়ার আলজেরিয়ার একটি ফ্লাইট প্যারিস-অর্লি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে আলজিয়ার্সে অবতরণ করে।
আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে প্রথম করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে প্রায় ৩ হাজার ৫০০ মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে।
আলজেরিয়ায় এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। দেশটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ৪০ লাখ।