২০০১ সালের নীলনকশার নির্বাচন আর হবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যতই রঙিন স্বপ্ন দেখুক ২০০১ সালের সেই নীল নকশার নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন বাইপাস সড়ক পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সব দলকে নির্বাচনে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের নয়। সুতরাং কে নির্বাচনে এলো আর কে এলো না সেটি আমাদের দেখার বিষয় নয়।

এসময় বাইপাস সড়ক প্রসঙ্গে কাদের বলেন, জানুয়ারির মধ্যেই সড়কের কাজ শেষ হলে দক্ষিণ জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, গত বছরের শেষের দিকে পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করতে ব্যয় হচ্ছে ১০৩ কোটি টাকা। আগামী বছরের জুনে প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা।

আজকের বাজার/ এমএইচ