২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭২২১ জন: যাত্রীকল্যাণ সমিতি

????????????????????????????????????

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি জানিয়েছে, গত বছর (২০১৮ সালে) ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জন নিহত এবং ১৫ হাজার ৪৬৬ জন আহত হয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

সমিতির দেয়া তথ্যমতে, গত বছর ৩৭০টি ট্রেন দুর্ঘটনায় ৩২৪ জন নিহত এবং ২৪৮ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে বিভিন্ন দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ২৩০ জন আহত এবং ৩২৭ জন নিখোঁজ হন। একই সময়ে ৫টি বিমান বিধ্বস্তের ঘটনায় ৫৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

এই পরিসংখ্যান স্থানীয়, আঞ্চলিক, এবং অনলাইন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সড়ক দুর্ঘটনার জন্য প্রতিষ্ঠানটি বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, ত্রুটিপূর্ণভাবে রাস্তা নির্মাণ, ফিটনেস ছাড়া যানবাহন চলাচলকে চিহ্নিত করেছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ