২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ছাত্রদলের প্রতিবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি কায়াস মাহমুদ জনি বলেন, এই রায়কে আমরা প্রত্যাখ্যান করছি। সম্পূর্ণ রাজনৈতিক কারণে তারেক রহমানকে এই মামলায় জড়িয়ে এ রায় প্রদান করা হয়েছে।

কায়াস আরো বলেন, একটি প্রশ্নবিদ্ধ রায়কে জনগণ মেনে নিবেনা। তিনি বলেন, তারেক রহমান অনেক অন্যায় এবং অত্যাচারের শিকার শুধুমাত্র তার জনপ্রিয়তার কারণে। এই রায় নিয়ে কথা বলার আগে কিছু প্রশ্নের উত্তর আমাদের দেশবাসীর জানা জরুরি। প্রথমত, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের শেষ সময়ে কেন এই রায় ঘোষণার তারিখ বেছে নেয়া হলো? উত্তরটি খুব সহজ, বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য এই রায় প্রদান করা হয়েছে।

তারেক রহমান আগামীতে যাতে বিএনপিকে নেতৃত্ব দিতে না পারে তার জন্য এই রায় প্রদান করা হয়েছে। কায়াস আরো বলেন, সরকারের উপরের মহলের ইশারায় ৫ই জানুয়ারির মতো ভোটারবিহীন আরেকটি নির্বাচন করার জন্যই সরকারের শেষ সময়ে এই রায় প্রদান করা হয়েছে।

কায়াস বলেন, “একশো দিনের বেশি রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে যার মুখ দিয়ে তারেক রহমানের নাম একুশে আগষ্ট মামলায় সম্পুরক চার্জশীটের মাধ্যমে জড়ানো হয়,পরবর্তীতে সে নিজেই তার বক্তব্য প্রত্যাহারের আবেদন করে আদালতকে জানায় নির্মম নির্যাতন করে তার মুখ দিয়ে তারেক রহমানের নাম বলনো হয়েছে। অবাক করার বিষয় ইতিমধ্যে, অন্য একটি মামলায় তার ফাঁসি কার্যকর করা হয়েছে, এর মাধ্যমে প্রমান হয় তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ।

আমরা এই রায়কে মানিনা। অবিলম্বে, এই মামলা থেকে তারেক রহমানসহ বিএনপির নেতা কর্মীদের অব্যাহতি দিতে হবে, নাহলে দেশে-বিদেশে এই রায়ের বিরুদ্ধে কঠোর আন্দোলন করা হবে। বিজ্ঞপ্তি

আজকের বাজার/এমএইচ