২১ বছর থেকেই ঘৃণা পেয়েছি: সানি লিওন

করনজিৎ কৌর থেকে সানি লিওন৷ এই জীবনে অর্থ, নাম, পরিচিতি… পেয়েছেন সবই৷ আবার কয়েনের উল্টো পিঠে বিতর্ক, সমালোচনা, কটূক্তিও কম নয়৷ নিজের জীবনের সেই আলো-অন্ধকার গোটা অধ্যায়টা নিয়েই এবার পর্দায় আসতে চলেছেন সানি লিওন৷

‘করনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ সিরিজে নিজের গল্পই তুলে ধরবেন সানি৷ সানি লিওন বলেন, অনেকেই ভাবে ভারতে আসার পর সবাই আমার সমালোচনা শুরু করেছে৷ কিন্তু এটা সত্যি নয়৷ এখানে আসার অনেক আগে, যখন আমার ২১ বছর বয়স তখন থেকেই লোকের ঘৃণা পেয়েছি আমি।

ভারতীয় বংশদ্ভূত সানির আসল নাম করনজিৎ কৌর৷ মধ্যবিত্ত একটি শিখ পরিবারের মধ্যে কানাডায় বেড়ে ওঠা তার। এক সাক্ষাৎকারে সানি বলেন, সব পরিবারের মতো আমার পরিবারেও কিছু সমস্যা ছিল৷ সেখানে প্রেম, ভালোবাসা যেমন ছিল তেমনই ছিল কিছু খারাপও৷ কিন্তু আমার বাবা, মা সব সময়ই ভাই আর আমাকে সমস্ত খারাপের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্ট করতেন৷

সানি বলেন, কিন্তু মাত্র ২১ বছর বয়সে যদি সারাক্ষণ যদি চারপাশে খারাপ কথা শুনতে হয়, মনের উপর তার প্রভাব হয় মারাত্মক৷ তবে কী কারণে, কার কাছ থেকে তিনি এই ঘৃণা পেয়েছিলেন, তা অবশ্য খোলসা করেননি প্রাক্তণ এই পর্ন তারকা৷

৩ সন্তানের মা সানির এখন একটাই লক্ষ্য, তিনি যা সহ্য করেছেন তার সন্তানদের যেন তা সহ্য করতে না হয়৷

এস/