বৈষম্য দূরীকরণে অভিনব উদ্যোগ

বৈষম্য দূরীকরণে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে মধ্য আমেরিকার বিভিন্ন দেশের অভিবাসী।হেটেঁ হেটেঁ মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে ১২০০ অভিবাসী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।পাম সানডে দিবস থেকে তারা  এ যাত্রা শুরু করে।খবর: রয়টার্স

১২০০ নারী, শিশু ও পুরুষের অধিকাংশই হন্ডুরাস (৮০ শতাংশ) থেকে এসেছেন। পিউব্লস সিন ফ্রন্টিয়ারস বা পিপলস উইদাউট বর্ডারস (সীমান্তবিহীন জনগণ) নামের একটি সংস্থার আয়োজনে এ পদযাত্রায় অংশ নিয়েছেন তারা।ইতিমধ্যে পাড়ি দিয়েছেন বহু সীমান্ত ফাঁড়ি, পুলিশ চেক পোস্ট।

আজকের বাজার/আরজেড