২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখবে।

সোমবার বিকেলে সচিবালয়ে এক বিফ্রিংয়ে এ ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

জরুরি প্রয়োজন ব্যতীত কেউ যেন বাইরে না বের হয় সে অনুরোধ জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া গণপরিবহন চলাচল সীমিত থাকবে বলেও জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ২৬ মার্চ সরকারি ছুটির সঙ্গে ২৭ ও ২৮ সাপ্তাহিক ছুটি। এর সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন। আর ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংক খোলা রাখার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

আজকের বাজার/শারমিন আক্তার