৫ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশির লাশ পাঁচ দিন পর বৃহস্পতিবার ফেরত দিয়েছে বিএসএফ সদস্যরা।

দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের খোচাবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শ্রীকান্ত রায় (৩২) এর লাশ বিজিবির কাছে হস্তান্তর করে।

হরিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে নিহত শ্রীকান্তর লাশ ফেরত আনা হয়েছে। লাশ ফেরতের সময় হরিপুর থানার ওসি (তদন্ত) মো. আব্দুস সবুর ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাতে শ্রীকান্ত রায় অবৈধভাবে কান্দাল সীমান্তের ৩৫৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় ১৪৬ বিএসএফ ব্যাটেলিয়নের খোচাবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি নিহত হন। শ্রীকান্ত হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলোরামের পুত্র।

আজকের বাজার/লুৎফর রহমান