৭৭৪ এজেন্সিকে হজ কার্যক্রমের অনুমোদন

চলতি বছর হজ কার্যক্রমে অংশ নিতে প্রাথমিকভাবে ৭৭৪টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার হজ কার্যক্রমে অংশ নিতে পারবে এমন একটি তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

অনুমোদন পেয়েছে এমন এজেন্সির তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ধর্মমন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, যে সব হজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে এবং এখন পর্যন্ত কাগজপত্রাদি মন্ত্রণালয়ে দাখিল করেনি এমন এজেন্সিরগুলোর নাম প্রথম তালিকায় প্রকাশ করা হয়নি।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২১ আগস্ট (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে।

আজকের বাজার: আরজেড/আরএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮