৯ লাখ রোহিঙ্গাকে কলেরার টিকা দেবে সরকার

মায়ানমারে সহিংসতার মুখে বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা ৯ লাখ রোহিঙ্গাকে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

৯ অক্টোবর সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুইটি ধাপে ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯ লাখ রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে।

তিনি বলেন, প্রথম ধাপে টিকা দেওয়া শুরু হবে ১০ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এ ধাপে ১ বছরের ঊর্ধ্বে ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গাদের কলেরার টিকা দেওয়া হবে।

নাসিম বলেন, দ্বিতীয় ধাপে কলেরার টিকা দেওয়া শুরু হবে ৩১ অক্টোবর। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এ ধাপে ১ থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৫০ হাজার রোহিঙ্গা শিশুদের প্রথম ডোজের কলেরার টিকা দেওয়া হবে। এর পরের সপ্তাহে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

তিনি জানান, ইন্টারন্যাশনাল কর্ডিনেশন গ্রুপ (আইসিজি) এ টিকা সরবরাহ করেছে। ইতোমধ্যে টিকার চালান কক্সবাজারে এসে পৌঁছেছে।

আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭