ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্যকিছু নয়: ডিএমপি কমিশনার

ঈদের নামাজ পড়তে আসা মুুসল্লিরা জায়নামাজ এবং ছাতা ছাড়া অন্য কিছু সাথে রাখতে পারবেনা বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (১৪ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এবারের ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা, সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোমা নিস্ক্রিয়কারী দল, সোয়াত, সাদাপোশাকের পুলিশ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, মুসল্লিদের আসার সময় মৎস্য ভবন ও ঈদগাহর প্রবেশপথে দুই দফা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।

হামলার বড় কোনো হুমকি নেই জানিয়ে রাজধানীবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার বলেন, ২০১৬ সালে শোলাকিয়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যে জঙ্গি হামলা হচ্ছে- সেসব বিষয় বিবেচনায় রেখেই দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

আজকের বাজার/এমএইচ