ঐক্যবদ্ধ অংশীদারিত্বে এসডিজি অর্জনের প্রত্যয়

সরকার, বেসরকারি খাত ও উন্নয়নসহযোগীসহ সকলের ঐক্যবদ্ধ অংশীদারিত্বে এসডিজি অর্জনের প্রত্যয়ে শেষ হল বাংলাদেশ উন্নয়ন ফোরাম ২০১৮ এর সম্মেলন। দুই দিনব্যপী আয়োজিত এ সম্মেলনে ৭ম পঞ্চমবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলো এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকার ও সহযোগী সব সংস্থার মধ্যে অংশীদারিত্ব শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেনের সমাপনী সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কৃষি, জলবায়ু পরিবর্তন, বৈদেশিক বিনিয়োগ, স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, উন্নয়নে যাত্রায় বেসরকারি খাতের আরও অংশগ্রহণ, নারী ক্ষমতায়ন নিশ্চিতকরণ, নাগরিক সেবার মান উন্নয়নে সব ক্ষেত্রে একত্রে কাজ করতে সম্মত হয়েছেন। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বাংলাদেশে মিশন পরিচালক ইয়োনিনা ইয়েরুজেল্সকি, ইআরডি সচিব কাজী সফিকুল আজম প্রমূখ। ১৭ জানুয়ারি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওপেক ফাল্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (অফিদ) মহাপরিচালক সুলেইমান জাসির আল হারবিশ, বিশ্বব্যাংকের দক্ষিন এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়েন চাই ঝ্যাং, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিনরু মাসুজিমাসহ আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদল ফোরামে অংশ নেন।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পথে সম্ভাব্য প্রতিবন্ধকতাসমূহকে সুযোগে রূপান্তর, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সমন্বিত ও সুসংহত অর্থায়ন নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাং বলেন, প্রবৃদ্ধি বাড়াতে চাইলে আঞ্চলিক যোগাযোগের কোনও বিকল্প নেই। আঞ্চলিক যোগাযোগ বাড়াতে এডিবি সহযোগিতা দিয়ে আসছে। ভবিষ্যতে আরও সহযোগিতা দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এজন্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

আজকের বাজার : এসএস /এলকে ১৮ জানুয়ারি ২০১৮