গ্রেনেড হামলার রায় নিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: মনিরুল

আগামী ১০ অক্টোবর গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মুনিরুল ইসলাম।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএবি) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন জাতীয় নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে উল্লেখ করে মনিরুল বলেন, এ ধরনের ক্রাইম প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তা আইন সহায়ক হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে হামলার পরিকল্পনা সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য নেই।

বৈশ্বিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক ঘটনাগুলোর বিবেচনায় রেখে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাজার/এমএইচ