ফেসবুক তিন মাসে ৫৮ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে

ফেসবুক কর্তৃপক্ষ চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ৫৮ কোটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে। তাদের নীতিমালার পরিপন্থী হওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য কেলেঙ্কারির ঘটনার পর এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের পর সংকটে পড়ে ফেসবুক। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ব্রিটেন সরকার। নানা দিক থেকে আসা চাপের মুখে অবশেষে ফেসবুক এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

ফেসবুকের দাবি, এত কিছুর পরেও ফেসবুকে অন্তত ৩-৪ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট আছে। এছাড়া বন্ধ করা হয়েছে প্রায় ৮৪ লাখ অবাঞ্ছিত ম্যাসেজ। আপত্তিকর ম্যাসেজ পাঠানোয় সতর্ক করা হয়েছে ৩ কোটি ব্যবহারকারীকে।

আজকের বাজর/একেএ