নীলফামারীতে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

জেলায় আজ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ শ্লোগানে সোমবার সকাল ১০টার দিকে জেলা শহরের নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। মেলা শেষে বিকেলে সেখানে পুরস্কার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন- নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনি কান্ত রায়, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ তালুকদার, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা প্রমুখ।
মেলায় বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবের ক্ষুদে বিজ্ঞানীরা ২০টি স্টলে তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন। (বাসস)