অন্ত্যেষ্টিক্রিয়ার আগে দেশে ফিরল কফি আনানের মরদেহ

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে নিজ দেশ ঘানায় ফিরেছে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মরদেহ।

দেশটির রাজধানী আক্রায় কটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কফি আনানের মরদেহবাহী কফিনকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয়।

সেনাবাহিনীর সদস্যরা বিমান থেকে কফিন নিচে নামিয়ে রাখেন। ঘানার সশস্ত্র বাহিনীর সদস্যরা সেসময় শোকের সঙ্গীত পরিবেশন করেন।

ঘানার প্রেসিডেন্ট নানা আডো ডাঙ্কওয়া আকুফো-আদো সেসময় কফি আনানের স্ত্রী ও পরিবারের পাশে ছিলেন।

কফি আনানের নিজ দেশে প্রত্যাবর্তনকে শ্রদ্ধা জানাতে তার কফিন থেকে জাতিসংঘের পতাকা সরিয়ে ঘানার জাতীয় পতাকা দিয়ে ঢেকে ফেলা হয়।

বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে কফি আনানের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আক্রা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাখা হবে।

গত ১৮ আগস্ট ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডে মারা যান জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান মহাসচিব কফি আনান।

তিনি পুরো পেশাগত জীবন জাতিসংঘে প্রশাসক হিসেবে কাটিয়েছেন। আনান দুই মেয়াদে সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্বপালন করেন। দায়িত্বের মাঝামাঝি এসে ২০০১ সালে তিনি জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

আজকের বাজার/এমএইচ